স্বেচ্ছাসেবী টিম আলী ইউসুফের স্বপন পূরনে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ এমপি

স্বেচ্ছাসেবী টিম আলী ইউসুফের স্বপন পূরনে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ এমপি
 ইব্রাহিম মুকুট, ময়মনসিংহ ঃ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সৌজন্যে সম্মুখ করোনা করোনা যোদ্ধা স্বেচ্ছাসেবক টিম আলী ইউসুফ পেলেন একটি এম্বুলেন্স, ৫০ হাজার টাকার সুরক্ষা সামগ্রী এবং সেচ্ছাসেবকদের কাজ করার জন্য একটি অফিস।
গতকাল ২৫ জুলাই রবিবার বিকেলে বিশেষ একটি কাজে সিকে ঘোষ রোড এলাকায় ব্যাস্ত ছিল আলি ইউসুফ। তখনই আলী ইউসুফ এর কাছে একটি ফোন আসে দ্রুত গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী সাথে আমাকে দেখা করতে বলেছেন।আলী ইউসুফকে দেখেই গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি স্বেচ্ছাসেবী টিমের প্রসংশা করে বলেন আমি আপনাদের টিম এবং কার্যক্রম সম্পর্কে সব কিছু জানি এবং এই ধরনের একটি সেচ্ছাসেবী টিমকে সহযোগিতা করার জন্য আমি খুঁজছিলাম।

এই সংকটকালীন সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত রোগীর লাশ ধেয়ানো থেকে শুরু করে দাফন সৎকার। মন্ত্রী মহোদয় বাসভবনে খুব আন্তরিকভাবে তিনি আমাদের কাছে জানতে চান করোনা রোগির সেবা প্রদান, লাশ দাফন ও সৎকার কাজের সংকট গুলো। তিনি সব সমস্যা এবং সংকটগুলো শুনে তাৎক্ষণিকভাবে একটি এম্বুলেন্স, ৫০ হাজার টাকার সুরক্ষা সামগ্রী এবং সেচ্ছাসেবকদের ব্যবহার করার জন্য একটি অফিস কক্ষের ব্যবস্থা করে দেন। মন্ত্রী আবেগ তাড়িত হয়ে সেচ্ছাসেবকদের বলেন করোনার এই মহামারীতে সংগ্রাম করে,নিজের জীবন তুচ্ছ করে যেসব সেচ্ছাসেবীরা নিঃস্বার্থভাবে যেভাবে কাজ করছে আমি তাদের এই মহৎ কর্মের প্রতি শ্রদ্ধাশীল।
সেচ্ছাসেবকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে বাঁচাতে হবে।যে কোন প্রয়োজনে আমি সব সময় সেচ্ছাসেবকদের পাশে আছি। যেকোন প্রয়োজনে যেকোন সংকটে করোনা রোগির সেবা দিতে সেচ্ছাসেবকদের পাশে থাকবেন তিনি থাকবেন বলে জানান। করোনা রোগির সেবায় আগামীকাল থেকে ময়মনসিংহ নগরে ঘুরে বেড়াবে এই এম্বুলেন্স। ফ্রী সেবা পেতে ০১৬১০৫৪৫৫১৬ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।