ভালুকায় রাধা গোবিন্দ মন্দিরের মূর্তি স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি

তমাল কান্তি সরকার:- ময়মনসিংহের ভালুকা পৌরসদরের ৪নং-ওয়ার্ড মধ্যপাড়া এ্যাভোকেট রাখার চন্দ্র সরকারের বাড়ীর"কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে" চুরি সংগঠিত হয়েছে। এসময় চোরের দল মূর্তি স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানিয় সূত্রে জানা যায়, ৩১ আগষ্ট মঙ্গলবার ভোরে ওই মন্দিরের পূজারী শ্রীমতি সোলা রাণী পূজা দিতে এসে মন্দিরের গ্রীলের তালা ভাঙ্গা দেখে টের পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় গোপালের পিতলের ২টি মূতি,স্বর্ণের দুটি মুকুট, ১০ভড়ি ওজনের রোপার কৃষ্ণের বাঁশি,পায়ের নূপুর ৪টি, স্বর্ণের কপালের টিপ,কাশের জয়ডাক ১টি,কাশের গন্টা ১টি সহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। এঘটনায় মঙ্গলবার সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়মনসিংহ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার জানান, আমার নিজ বাড়ীর রাধা গোবিন্দ মন্দিরে চুরির ঘটনা হয়েছে। এটা খুবই দু:খ জনক!
ভালুকা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু মলয় কুমার নন্দি মানিক জানান. এঘটনায় ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।