মানবিকতার জন্যে ওসি মাহমুদুল ইসলাম পেলেন ভালুকা উপজেলা প্রেসক্লাব সম্মাননা পদক। 

মানবিকতার জন্যে ওসি মাহমুদুল ইসলাম পেলেন ভালুকা উপজেলা প্রেসক্লাব সম্মাননা পদক। 

 করোনা মহামারীতে ভালুকা উপজেলা প্রেসক্লাবের মানবিক কর্মসূচীতে অনন্য অবদান রাখায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম পেলেন ভালুকা উপজেলা প্রেসক্লাব সম্মাননা পদক ২০২১। চলমান করোনা পরিস্থিতিতে গেল রমজানে ভালুকা উপজেলা প্রেসক্লাব কর্তৃক অসহায়, হতদরিদ্র পরিবারের সদস্য ও পথশিশুদের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রমে অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৩টায় ভালুকা মডেল থানার অভ্যর্থনা কক্ষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই সম্মাননা প্রদান করেন। সম্মাননা প্রদান ছাড়াও এসময় ভালুকা উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ওসি মাহমুদুল ইসলামের সাথে মতবিনিময় করেন ক্লাব নেতৃবৃন্দ। ঐ সময় ওসি মাহমুদুল ইসলাম বলেন, প্রতিটি ভালো কাজের সাথেই ভালুকা মডেল থানা পুলিশ সম্পৃক্ত থাকবে। সমাজের অসংগতিপূর্ণ বিষয়গুলো তুলে ধরে আইনশৃংখলার উন্নয়নে ভালুকা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সহায়তা চান তিনি। 
এসময় ভালুকা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও পুনরায় নির্বাচিত সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ওসি মাহমুদুল ইসলামকে ক্লাবের বিভিন্ন মানবিক কর্মসূচির বিষয়গুলো সম্পর্কে অবগত করে ক্লাবের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে ভুমিকা রাখার জন্য অনুরোধ করেন। এ সময় ক্লাবের নব নির্বাচিত কার্যকরী সভাপতি মুমিনুল ইসলাম মোল্লা, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, হুমায়ুন আহমেদ (সৃজন), কাজী জাহাঙ্গীর আলম, খান মো: রুমেল, আদ্রিয়া রুম্পা, তাপস কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।