এম এ ওয়াহেদের অর্থায়নে  ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে  করোনা প্রতিরোধে ফিল্ড হাসপাতাল উদ্বোধন

এম এ ওয়াহেদের অর্থায়নে  ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে  করোনা প্রতিরোধে ফিল্ড হাসপাতাল উদ্বোধন

ইব্রাহিম মুকুট ঃ  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা প্রতিরোধে ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আলহাজ¦ এম এ ওয়াহেদ এর পৃষ্টপোষকতায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের আয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন। ১৫ জুলাই বিকাল ৫টায় নগরীর নিরাময় ক্লিনিকে জেলা আওয়ামীলীগের সার্বিক ব্যবস্থাপনায় ফিল্ড হাসপাতালের উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মমিনুর রহমান জিন্নাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শওকত জাহান মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট  মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুছ, বিএমএ ময়মনসিংহের সভাপতি ডা: মতিউর রহমান ভুইয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, ড. সামীঊল আলম লিটন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ¦ রেজাউল হাসান বাবু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, ত্রান বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, সম্মানিত সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম প্রমুখ। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে করোনা আক্রান্ত মানুষের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। 


ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে করোনা আক্রান্ত মানুষের পাশে দাড়াতে জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ¦ এম এ ওয়াহেদ মহানুভাবতার হাত বাড়িয়ে দিয়েছেন। করোনা আক্রান্তদের সহায়তায় ফিল্ড হাসপাতালের উদ্বোধনী দিনে আলহাজ¦ এম এ ওয়াহেদ ১৫টি সিলিন্ডার সহ চিকিৎসা সামগ্রী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর কাছে হস্তান্তর করেন।

করোনা আক্রান্ত মানুষের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী প্রদান করায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আলহাজ¦ এম এ ওয়াহেদ এর কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মমিনুর রহমান জিন্নাহ এর তত্বাবধানে জেলা আওয়ামীলীগের সার্বিক ব্যবস্থাপনায় একটি প্রশিক্ষিত টিম করোনা আক্রান্ত মানুষের পাশে দাড়াঁবে বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল।